ঢাকা, বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাজনীতি

শ্রীনগরের কৃতি সন্তান খ্যাতনামা চলচ্চিত্রকার ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরী আর নেই

শ্রীনগর পোস্ট ডেস্ক

বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ণ | 168 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ শ্রীনগরের কৃতি সন্তান, খ্যাতনামা চলচ্চিত্রকার ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরী আর নেই। আজ বুধবার সকালে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও একাধিক ব্যবসা সফল চলচিত্রের প্রযোজক ও পরিচালক শফি বিক্রমপুরীর মৃত্যুতে তার নিজ এলাকা শ্রীনগরে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যু কালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে সহ আত্নীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। শফি বিক্রমপুরীর মরদেহ থাইল্যান্ড থেকে দেশে আনার পর তার প্রতিষ্ঠিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন আল মদিনা জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শফি বিক্রমপুরী ১৯৪৩ সালের ৪ জুলাই মুন্সীগঞ্জ জেলার (সাবেক বিক্রমপুর পরগনা) শ্রীনগর থানার মত্তগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সাল থেকে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। ১৯৬৫ সালে দক্ষিণাঞ্চলের লোকজ প্রেমকাহিনী অবলম্বনে নির্মিত ‘গুনাই বিবি’ সিনেমাটি যৌথ প্রযোজনার মাধ্যমে তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন।

শফি বিক্রমপুরী বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অত্যন্ত সফল এবং সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। তার প্রযোজনা ও পরিচালনায় অনেক আলোচিত ও দর্শক নন্দিত চলচ্চিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মুক্তিযুদ্ধভিত্তিক ছবি অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী, ফোক ফ্যান্টাসি যাদুর ছবি ডাকু মনসুর, বাহাদুর ও রাজদুলারী, এবং সমাজ নির্ভর কাহিনীর ছবি সবুজসাথী, সকাল সন্ধ্যা, মাটির কোলে, শশীপুন্নু, জজসাহেব, দেনমোহর ও অবুঝ মনের ভালোবাসা ইত্যাদি।

শফি বিক্রমপুরী একজন সমাজ সেবক হিসাবে আল মদিনা জামে মসজিদ ছাড়াও তার নিজ গ্রাম শ্রীনগর উপজেলার সেলামতি এলাকায় বেগম ফাতেমা আরশেদ আলী উচ্চ বিদ্যালয় ও আরধীপাড়া গ্রামে নাসিমা শফি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং নেত্রকোনায় পাঁচকাহনিয়া ফাতেমা আমীর আলী দারুল উলুম মাদ্রাসা এবং দশাল আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।

 

মন্তব্য

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার রাজাপুর পিএফজির উদ্যোগে মানববন্ধন শ্রীনগরে ৩ জনকে কুপিয়ে জখমের ঘটনায় ৩১ জনকে আসামী করে মামলাঃগ্রেপ্তার ১০ শ্রীনগরে ড্রেজার নিয়ে দ্বন্দ্বঃইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ ৩ জনকে কুপিয়ে জখম শ্রীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভা সাতক্ষীরা সদর পিএফজির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনের আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন এম মাহবুব উল্লাহ কিসমত শ্রীনগরের রিচি জাতীয় শিক্ষা সপ্তাহে নির্ধারিত বক্তৃতায় সারা দেশে তৃতীয় হয়েছে শ্রীনগরে মোবাইল ফোন চুরির অপবাদে শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনঃ গ্রেপ্তার ১ শ্রীনগরের সন্তান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর আজ ৮৯ তম জন্মদিন শ্রীনগরে খাস জমির লীজ নিয়ে সালিশঃপ্রতিপক্ষের মারধরে হাসপাতালে ১ জনের মৃত্যু আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন শ্রীনগরে ট্রেনের ধাক্কায় নারী নিহতঃ দুর্ঘটনা নাকি আত্নহত্যা? শ্রীনগরে আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠিত শ্রীনগরে মাহবুব উল্লাহ কিসমত,এ্যাডভোকেট কামরুল হাসান ও সামছুন নাহার সুমি জয়ী শ্রীনগর উপজেলা নির্বাচনে থাকছেন ১৬ জন ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৫শ সদস্য বটিয়াঘাটা পিএফজির পক্ষ থেকে মানববন্ধ ও লিফলেট বিতরন কর্মসূচি শ্রীনগরে প্রেমে প্রতারিত হয়ে কলেজ ছাত্রীর আত্নহত্যা শ্রীনগরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে পিএফজির মত বিনিময় সভা বটিয়াঘাটায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর  পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগর থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকার ১০ দিন পর ঢাকায় উদ্ধারঃ গ্রেপ্তার ১ মিঠু চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন শ্রীনগরে জবাই করা নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে আটক ৩ খুনি শ্রীনগরে রেল লাইন থেকে আটপাড়া ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতির লাশ উদ্ধার শ্রীনগরে ছাত্রের লাশ উদ্ধারের ২ বছর পর একই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পিবিআই শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জনের মধ্যে ৪ জনই এক ইউনিয়নের শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জামা দিলেন যারা রাজাপুর উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত