
জাতীয়
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ২৪ মে, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ | 79 বার পড়া হয়েছে



আরিফ হোসেন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বামী সাকিব গাজীর(৪২) মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী শাকিলা আক্তারের(৩৮) মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় ঢাকা মুখী লেনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার রেলিংয়ের উপর আছড়ে পড়ে। এতে স্ত্রী শাকিলা আক্তারের মাথা থেকলে যায় এবং মোটরসাইকেল চালক স্বামী সাকিব গাজীও গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে লাল রংয়ের এপ্রিলা মোটরসাইকেল(ঢাকা মেট্রো ল ৬৪-৯২০১) দ্রুত গতিতে এসে এক্সপ্রেসওয়ের স্টিলের রেলিংয়ের উপর আছড়ে পড়ে। এতে চালক পুরুষ ও আরোহী নারী গুরুতর আহত হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে তাদেরকে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে মূমুর্ষূ অবস্থায় ঢাকায় প্রেরণ করে।মোটরসাইকেলের আরোহী শাকিলা আক্তার ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে মারা যায়। মোটরসাইকেলের চালক সাকিব গাজী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। শাকিলা আক্তার ও সাকিব গাজী সম্পর্কে স্বামী স্ত্রী। তাদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, আহতদেরকে ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি তাদের হেফাজতে নেওয়া হয়েছে।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য