অপরাধনামা
শ্রীনগরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টাঃমাদকাসক্ত আপন চাচা সহ গ্রেপ্তার ৩
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ | 1008 বার পড়া হয়েছে
আরিফ হোসেন: শ্রীনগরে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে আপন চাচা সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয়রা তাদেরকে মারধর করে আটকে রাখে।
গ্রেপ্তারকৃতরা হলো মান্দ্রা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মিশন হাওলাদার (৪৮),শ্যামল হাওলাদারের ছেলে মো. হাসান (২৭) ও বাবুল হাওলাদারের ছেলে মারুফ হাওলাদার(২৭)। এদের মধ্যে মারুফ ওই ছাত্রীর আপন চাচা। গ্রেপ্তারকৃতরা সবাই মাদকাসক্ত বলে স্থানীয়রা জানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রোববার বেলা ১১ টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় তারই আপন চাচা মারুফের সহায়তায় মিশন হাওলাদার ও হাসান ছাত্রীকে বুড়ির দোকান সংলগ্ন পদ্মা নদীর পাড়ে একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রী ঘটনাটি তার পরিবারকে জানায়। কিন্তু মামলার ঝামেলা এড়ানোর জন্য তারা ঘটনাটি চেপে যায়। পরে এলাকায় জানাজানি হলে এ নিয়ে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠে। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা অভিযুক্ত তিন জনকে মারধর করে একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেয়। শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মৃধা বলেন লোকমুখে শোনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি অভিযুক্তদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ সময় ছাত্রীর পরিবারের লোকজন আমাকে ঘটনাটি জানান।
ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান,সঠিক বিচার পাওয়ার লক্ষ্যে মামলা দায়ের করেছি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিন মুন্সী জানান, শ্রীনগর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বুধবার সকালে আসামীদের মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য