![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/18372985650664559018.gif)
অপরাধনামা
শ্রীনগরে দ্বিতীয় স্ত্রী পরিচয়ে ঘরে উঠানোর ৪দিন পর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ণ | 124 বার পড়া হয়েছে
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2024/10/nari-nirjaton-scaled.jpg)
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/12759621346271778357.png)
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/5268971783111847559.gif)
আরিফ হোসেন: শ্রীনগরে এক নারীকে দ্বিতীয় স্ত্রী পরিচয়ে বাড়িতে আনার ৪দিন পর জোরপূর্বক গর্ভপাত করানোর চেষ্টা সহ মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। ঢাকা থেকে গর্ভপাত করাতে আসা টিমের এক নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলার পশ্চিম সিংপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে সার ব্যবসায়ী দুই সন্তানের জনক রিপন শেখ ৪দিন আগে দ্বিতীয় স্ত্রী পরিচয়ে ঢাকার মিরপুর থেকে দিপা বেগম(৩৫) নামে এক নারীকে বাড়িতে নিয়ে আসে। পরকিয়া প্রেমের সূত্র ধরে দিপা অন্তঃসত্ত¡া হওয়ার পর রিপন তাকে বিয়ে করে। বিয়ের জন্য চাপ দিলে রিপন তাকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু মঙ্গলবার সকালে দিপার ইচ্ছার বিরুদ্ধে রিপন গর্ভপাত করানোর জন্য ঢাকা থেকে ৩ জনের একটি টিম আনে। তারা এসে জোর পূর্বক দিপাকে গর্ভপাত করানোর চেষ্টা করে। এসময় দিপা চিৎকার করলে তাকে জলাতœঙ্ক রোগের ৪টি র্যাবিক্স-ভিসি ভ্যাকসিন পুশ করা হয়। এসময় রিপন সহ বাড়ির লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে দিপার হাত ও পায়ের হাড় ভেঙ্গে দেওয়া সহ মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। পরে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় দিপাকে উদ্ধার করে এবং গর্ভপাত করাতে আসা টিমের আম্বিয়া (৪২) নামে এক নারীকে আটক করে পলিশে খবর দেয়। পুলিশ এসে দিপাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে ও আম্বিয়াকে থানায় নিয়ে আসে। পুলিশ আসার আগেই অভিযুক্ত রিপন পালিয়ে যায়।
রিপনের প্রথম স্ত্রী তানিয়া বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তার স্বামী রিপন ওই নারীকে ঘরে আটকিয়ে অজ্ঞাত ২ নারীর সহযোগীতায় জোরপূর্বক ইনজেকশন পুশ করে ও হাতুরি দিয়ে পায়ের গিরাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে ২ নারী ও রিপন পালিয়ে যায়।
মামুন নামে রিপনের এক প্রতিবেশী জানান, রিপন স্ত্রী পরিচয়ে যে নারীকে বাড়িতে নিয়ে আসে সে ২ মাসের গর্ভবতী। রিপন লোকজন নিয়ে জোরপূর্বক তার গর্ভপাতের চেষ্টার পাশাপাশি অমানবিক নির্যাতন করেছে।
তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বলেন, অভিযুক্ত রিপন মহিলাকে হাতুরি পেটা করেছে। জোরপূর্বক শরীরে র্যাবিক্স-ভিসি নামক একাধিক ইনজেকশন দেয়। আহত ওই নারীকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাশফি জানান, নির্যাতনের কারনে দিপা স্বাভাবিক আচরণ করছে না। তার হাত পায়ের হাড় ভাঙ্গা, উন্নত চিকিৎসার প্রয়োজন।
এ ব্যাপারে অভিযুক্ত রিপনকে বেশ কয়েকবার কল করা হলেও তিনি কল ধরেননি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিন মুন্সী জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আটক নারী থানায় আছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছে।
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/5466130579866378084.gif)
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/17647500680136106886.gif)
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/5342957609171149330.gif)
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/8383425349097707010.gif)
অপরাধনামা থেকে আরও পড়ুন
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/4208108767659909320.gif)
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/8383425349097707010.gif)
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/17647500680136106886.gif)
অপরাধনামা সর্বাধিক পঠিত
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/5268971783111847559.gif)
মন্তব্য