
জাতীয়
শ্রীনগর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে চেক বিতরণ
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ২৬ মে, ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ | 356 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে সরকারী অর্থের চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে ক্ষতিগ্রস্থদের হাতে চেক তুলে দেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, শ্রীনগর বাজার কমিটির আহবায়ক হাজী তোফাজ্জল হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম টিটু,সদস্য শামসুল আলম,ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় অগ্নিকান্ড ও পরবর্তী সময়ে উপজেলা প্রশাসন,ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ব্যবসায়ীরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন জানান, ক্ষতিগ্রস্থ ১৩৬ জন দোকান মালিক ও ব্যবসায়ীর প্রত্যেককে ৭ হাজার ৫শ টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও ঘর উত্তোলের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে।
গত ১৬ মে শ্রীনগর বাজারের অগ্নিকান্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্থ দোকানগুলো তাৎক্ষণিক পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। পরবর্তীতে দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ব্যবসায়ীদের তালিকা নির্ধারণ করা হয় এবং ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য বরাদ্দের ব্যবস্থা করা হয়।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য