জাতীয়
শ্রীনগর-সিরাজদিখানে গত ৫ বছরে ৬৩০ কোটি টাকার কাজ হয়েছে-মাহী বি.চৌধুরী
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৫:০৬ অপরাহ্ণ | 498 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার এমপি প্রার্থী মাহী বি.চৌধুরী বলেছেন, আমাদেরকে বলা হয় মানুষ ভাল,কিন্তু কাজ করে নাই। এটা মিথ্যা কথা। গত ৫ বছরে শ্রীনগর-সিরাজদিখানে ৬৩০ কোটি টাকার কাজ হয়েছে। এর মধ্যে ২১৯ কোটি টাকা ব্যায়ে ধলেশ্বরী নদীর উপর ব্রিজ,২০৯ কোটি টাকা ব্যায়ে কেসি রোডের উন্নয়ন, সিরাজদিখানের বালুর চরে ৩০ কোটি টাকা ব্যায়ে বঙ্গবন্ধু কেল্লা,২ উপজেলায় ৭৫ কিলোমিটার পাকা রাস্তা,৮৪ টি ব্রিজ,১৮টি হাইস্কুল ভবন,১৫টি স্কুল এমপিও ভূক্ত,২০টি প্রাথমিক বিদ্যালয় ভবন,৩৫টি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব,শেখ রাসেল মিনি স্টেডিয়াম,ইনকিউবেশন সেন্টার রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর সার্কেল অফিসের সামনে আয়োজিত পথ সভায় তিনি আরো বলেন,চৌধুরী পরিবারকে আপনারা ১০ বার ভোট দিয়েছেন। আমার দাদা কফিলউদ্দিন চৌধুরীকে ২ বার, বাবা বি.চৌধুরীকে ৫ বার ও আমাকে ৩ বার। দোয়া করবেন বিক্রমপুরের মানুষের মান ইজ্জতকে সামনের দিকে তুলে বাংলাদেশে বিক্রমপুরের প্রতিনিধিত্ব করতে পারি। বিক্রমপুরের মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে,শান্তির রাজনীতি অব্যাহত থাকে।
বিকল্পধারার যুগ্ন মহাসচিব মাহী বি.চৌধুরী আরো বলেন, গত ৫ বছরে শ্রীনগরে ১ ইঞ্চি সরকারী জায়গা দখল হয়নি,ইতিহাসে প্রথম ১টি হিন্দু সম্পত্তি দখল হয়নি। গত ৫ বছরে ১জন মানুষের নামে মিথ্যা মামলা হয়নি। কোথাও কোন চাঁদাবাজি হয় নাই। এটার নামই হচ্ছে শান্তি। তিনি বলেন, আপনারা জানেন আমার দল ছোট,রাজনীতিও ঠান্ডা। আমার কর্মীরা গত ২০/২৫ বছর ধরে আমার সাথে আছে আছে, তাদের নিয়ত পরিস্কার। আমার কর্মীরা কোটি কোটি টাকার পাহাড় গড়ে নাই। একটি টাকাও চাঁদাবাজি করে নাই। রাজনীতিতে একটি জিনিস শিখেছি, কর্মী যত কম মানুষের শন্তি ততো বেশী। কর্মী যত বেশী,মানুষের শান্তি ততো কম। তিনি আগামী ৭ জানুয়ারী কুলা মার্কায় ভোট দিয়ে মুন্সীগঞ্জ-১ আসনের জনগনকে শান্তিতে থাকার আহবান জানান।
পথ সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিকল্পধারার সদস্য সচিব গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু সহ বিকল্পধারার নেতা জাহাঙ্গীর আলম নিশি,জিল্লুর রহমান,আলমগীর হোসেন,আব্দুল্লাহ আল মামুন,আনোয়ার হোসেন প্রমুখ।
মন্তব্য