শ্রীনগর
শ্রীনগরে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ২৯ মে, ২০২৩, ৩:০৫ অপরাহ্ণ | 420 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ইকবাল হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ও যুগ্ন সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার খান,জাহাঙ্গীর হাবিবুল্লাহ,আঃ লতিফ প্রমুখ।
সভা শেষে সভাপতি ও সম্পাদককে ফুলের তোরা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
মন্তব্য