শ্রীনগর
মুন্সীগঞ্জে এসএ টিভির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৭:৩০ অপরাহ্ণ | 1175 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জে এসএ টিভির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় শ্রীনগর ডাকবাংলো মাকের্টে বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে উদযাপিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত।
এসএ টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে ও বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের ক্রীড়া সম্পাদক মোঃ নিজাম উদ্দীন চৌধুরী পারভেজ,শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,শ্রীনগর থানার ওসি(অপারেশন) পিন্টু রায়, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আরিফ হোসেন,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল,শ্রীনগর থানার সেকেন্ড অফিসার মোঃ আলামিন,শ্রীনগর উপজেলা শ্রমিক লীগ নেতা মহসিন রেজা প্রমূখ। এসএ টিভির যুগপূর্তি উপলক্ষ্যে কেক কেটে ও মিষ্টি মুখ করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
মন্তব্য