
শ্রীনগর
ইশতিয়াক মতিন মিয়াদ এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৯:১০ অপরাহ্ণ | 367 বার পড়া হয়েছে



আরিফ হোসেন: ইশতিয়াক মতিন মিয়াদ ‘শ্রীনগর সরকারি কলেজ’ থেকে এইচএসসি-২০২৩ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ইশতিয়াক মতিন মিয়াদ সরকারি আইন কর্মকর্তা (এপিপি, জজ কোর্ট-মুন্সীগঞ্জ) এ্যাডভোটেক আব্দুল মতিন উজ্জ্বল ও উপজেলার বিবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামলী খানম দম্পতির কনিষ্ঠ পুত্র । সে কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল জলিল মাস্টারের নাতি। এইচএসসি মানবিক শাখায় জিপিএ-৫ অর্জন করায় ইশতিয়াক মতিন মিয়াদ তার পিতা-মাতা, দাদী, চাচা-চাচী, ফুপা-ফুপু, নানা-নানী, মামা-মামী, শিক্ষক, আত্মীয়-স্বজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মিয়াদ সকলের কাছে দোয়া কামনা করেছেন।




শ্রীনগর থেকে আরও পড়ুন



শ্রীনগর সর্বাধিক পঠিত

মন্তব্য