
খেলাধুলা
শ্রীনগরের হাঁসাড়ায় চেয়ারম্যান কাপ ফুটবল ফাইনালে ৩নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
শ্রীনগর পোস্ট ডেস্ক
রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ১০:১৭ অপরাহ্ণ | 328 বার পড়া হয়েছে



আরিফ হোসেন: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’র ফাইনাল খেলায় ৩নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে। ৩নং ওয়ার্ড ফুটবল টীম ৫নং ওয়ার্ড ফুটবল টীমকে ২-০ গোলে পরিজিত করে। রবিবার বিকালে হাঁসাড়া জনকল্যাণ সমিতির মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন।
হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন,ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন খান, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তোবারকুল ইসলাম, মো. মোশারফ হোসেন মৃধা, মোহাম্মদ অলী, হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব প্রমুখ।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার তন্তর ইউপি চেয়ারম্যান আলী আকবর, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল, শ্যামসিদ্ধি ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কোলাপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, শ্রীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ হোসেন, হাসাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নাসিম, হাঁসাড়া ইউপির বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। চ্যাম্পিয়ন, রানারআপ ফুটবল টীমের মাঝে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মাদকমুক্ত সমাজ গড়া ও ওয়ার্ড ভিত্তিক ভালো মানের ফুটবল খেলোয়ার গড়ার লক্ষ্যে গত ২১ জুলাই হাঁসাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টটির আয়োজন করে।




খেলাধুলা থেকে আরও পড়ুন



খেলাধুলা সর্বাধিক পঠিত

মন্তব্য