অপরাধনামা
শ্রীনগরে বাড়িঘরে হামলা ও মারধরের অভিযোগ
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ১০ মে, ২০২৩, ১০:২৯ অপরাহ্ণ | 249 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ শ্রীনগরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘরে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাদির কান্দা এলাকায় এই ঘটনা ঘটে।
শ্রীনগর থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সাদেক আলম,রাহাত,রাজিব ও সেন্টু বেপারী সহ বেশ কয়েকজন মিলে জংশের বেপারীর বাড়িতে হামলা করে ও বাড়ির লোকজনদেরকে মারধর করে। হামলাকারীরা ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটে নেয় বলে অভিযোগ উঠে। হামলায় আহত খোকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। এই ঘটনায় জংশের বেপারীর নাতি মোঃ রাজু বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই ব্যাপারে সাদেক আলমের বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।
অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা এসআই নবিন বিশ^াস বলেন, পাল্টা পাল্টি অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য