শ্রীনগর
হাঁসাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ২৯ মে, ২০২৩, ৩:১৮ অপরাহ্ণ | 325 বার পড়া হয়েছে
আরিফ হোসেন: শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা সোয়া ১১ টার দিকে হাঁসাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী। বাজেট সভাটি পরিচালনা করেন হাঁসাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. ইয়াছিন মিয়া। এ সময় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও এলাকার প্রায় ৪ শতাধিক গন্যমাণ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ২০২৩-২০২৪ অর্থ বছরে হাঁসাড়া ইউনিয়ন পরিষদে ৯৪ লাখ ১ হাজার ৫২৬ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়।
মন্তব্য