অপরাধনামা
শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭
শ্রীনগর পোস্ট ডেস্ক
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ | 848 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ শ্রীনগর থেকে দোহার যাওয়ার পথে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুইদিন পর র্যাব ও ডিবি সদস্য সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে ঢাকার সাভার ও মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে জেলা ডিবি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। আসামীদেরকে শ্রীনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আসামিদের মধ্যে ৩ জন র্যাব ও ২ জন ঢাকা ডিবিতে কর্মরত বলে জানা গেছে। বাকি দুইজনের মধ্যে একজন গাড়ির চালক ও যার বাড়ি থেকে লুটের টাকা উদ্ধার করা হয়েছে তিনি।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত ৬ নভেম্বর দোহারের স্বর্ণ ব্যবসায়ী আকাশ আসীম শ্রীনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী রাজীব দাসের কাছে ২১ ক্যারেটের ৩৯ ভরি স্বর্ণ বিক্রি করেন। পরদিন ৭ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে আকাশ আসীম তার ভাই বিমল দাসকে নিয়ে শ্রীনগর থানা সংলগ্ন রাজিব দাসের বাড়ি থেকে স্বর্ণ বিক্রির ৬৫ লাখ টাকা নগদ বুঝে নেয়। পরে তারা সিএনজি অটোরিক্সা যোগে দোহারের জয়পাড়ার দিকে রওনা দেয়।
সকাল সোয়া ৭টার দিকে তারা শ্রীনগর-দোহার সড়কের রাঢ়ীখাল ইউনিয়নের তিন দোকান এলাকায় পৌঁছলে একটি সাদা মাইক্রোবাস তাদের অটোরিকশার গতিরোধ করে। নাম্বারবিহীন গাড়ি থেকে নেমে সংঘবদ্ধ ৮-৯ ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে গাড়িতে উঠতে বলে। আসীম ও তার ভাই তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা এলোপাথারি মারধর শুরু করে এবং ৬৫ লাখ টাকার ব্যগটি ছিনিয়ে নেয়। তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলে নিয়ে মাওয়ার দিকে রওনা দেয়। প্রায় বিশ মিনিট পর আসীমকে মাওয়া টোল প্লাজার সামনে ও বিমল দাসকে আরো কিছুক্ষন ঘুরিয়ে একই স্থানে নামিয়ে দেয়। তারা জানান, তুলে নেওয়ার সময় একজনের গায়ে ডিবি লেখা কটি ও কোমরে আগ্নেয়াস্ত্র ছিল।
ছিনতাইকারীরা তাদের কাছ থেকে দুটি মোবাইলফোন ছিনিয়ে নেয়। এই ঘটনায় আকাশ আসীম বাদী হয়ে শনিবার সকালে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। এর পরদিনই মুন্সীগঞ্জ ডিবি পুলিশ সাভার ও শ্রীনগরে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ২ জন ডিবি ও ৩ জন র্যাবে চাকুরীরত।
৭ জনকে গ্রেপ্তারের খবর শুনে রবিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর থানায় ছুটে আসেন আকাশ অসীম ও তার ভাই।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান জানান, আটককৃতদেরকে শ্রীনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। থানায় আনার পর তাদের নাম পরিচয় জানানো হবে।
অপরাধনামা থেকে আরও পড়ুন
অপরাধনামা সর্বাধিক পঠিত

মন্তব্য