ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

অপরাধনামা

শ্রীনগরে দুর্বৃত্তদের চিনে ফেলায় অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ

আরিফ হোসেন

শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ণ | 1902 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ শ্রীনগরে রাতের আধারে চিলেকোঠা ভেঙ্গে তিন দুর্বৃত্ত বিল্ডিংয়ে প্রবেশ করে। টাকা ও স্বর্ণালংকারের জন্য আলমারি ভেঙ্গে তছনছ করে। কিন্তু এসময় তাদেরকে প্রবাসীর স্ত্রী চিনে ফেলে। এতেই বাধে বিপত্তি। তারা প্রবাসীর শিশু কন্যা ও ভাগ্নীকে ধারালো অস্ত্রের মুখে জিন্মি করে প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ করে এবং তাদের পরিচয় প্রকাশ করা হলে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনায় স্থানীয়রা  শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার বাঘড়া এলাকা থেকে ফাহাদ (১৯) নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এর সাথে জড়িত আরো ২ জন পলাতক রয়েছে। এদের সবাই ওই এলাকার রাসেল গ্রুপের সদস্য।

জানাগেছে, বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাঘড়া এলাকার জয়(২০) ও আরমান (১৯) মিলে একই এলাকার এক সৌদি প্রবাসীর বিল্ডিংয়ের ছাদে উঠে চিলে কোঠার টিন খুলে ভেতরে প্রবেশ করে। পরে দরজা খুলে ফাহাদকে ভেতরে নেয়। এসময় প্রবাসীর শিশু কন্যা ও ভাগ্নীকে গলায় ছুরি ধরে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে মোবাইলফোন কেড়ে নেয়। আলমারি খুলে টাকা ও স্বর্ণালংকারের জন্য তছনছ করে ফেলে। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রী দুর্বৃত্ত ৩ জনকে চিনে ফেলায় তাকে পাশের একটি কক্ষে নিয়ে মোবাইলফোনে নগ্ন ভিডিও ধারণ করে। প্রবাসীর স্ত্রী এই বিষয়ে মুখ খুললে তার নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা চলে যায়। পরে প্রবাসীর স্ত্রী বিষয়টি তার প্রতিবেশী সহ স্বজনদের জানায়।

শুক্রবার দুপুরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ধাওয়া করে চক্রের সদস্য ফাহাদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ফাহাদ ঘটনার সত্যতা স্বীকার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দস্যুতার কাজে ব্যবহৃত ধারালো ছোরা ও চাইনিজ কুড়াল উদ্ধার করে। এই ঘটনার পর থেকে জয় ও আরমান পলাতক রয়েছে।গ্রেপ্তারকৃত ফাহাদ ওই এলাকার মন্টু মিয়ার ছেলে। জয় একই এলাকার জাহিদুল ইসলামের পুত্র ও আরমানের পিতার নাম জানা যায়নি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন, এই বিষয়ে শ্রীনগর থানায় মামলা রেকর্ড করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

অপরাধনামা থেকে আরও পড়ুন

আরও খবর

অপরাধনামা সর্বাধিক পঠিত

শিরোনাম:
আড়িয়ল বিলে কৃষকদের সাথে দুই উপদেষ্টার মতবিনিময় মুন্সীগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাহাদাৎ, সাধারণ সম্পাদক সৈকত শ্রীনগর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির কমিটি গঠন শ্রীনগর প্রেস ক্লাবের ইফতার মাহফিল শ্রীনগরের ভাগ্যকুলে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবীর অভিযোগ শ্রীনগরে প্রবাস ফেরত স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন-মীর সরফত আলী সপু ফকিরহাটে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীনগরে মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির মানববন্ধন সম্প্রীতির ফকিরহাট বিনির্মানই আমাদের লক্ষ্য শ্রীনগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা  শ্রীনগরে বেড়াতে এসে ভ্যান চাপায় শিশুর মৃত্যুঃ থানায় চালকের আত্নসমর্পণ শ্রীনগরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল আদর্শ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নির্মম হত্যাকান্ডের শিকার রোমানের পরিবারের পাশে দাঁড়ালেন মীর সরফত আলী সপু শ্রীনগরে তারুণ্যের উৎসব উদযাপন এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বাগেরহাট সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের মাঠ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন মোংলায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের নেপথ্যের কল রেকর্ড ফাঁস সিরাজদিখানে ভাওয়াল বাড়ি শিব মন্দিরে ১৪০ বছর ধরে পুজা চলে আসছে এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শরণখোলায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত র‌্যাব-১০ ভাগ্যকুল ক্যাম্পের উদ্যোগে কম্বল বিতরণ বালাশুর প্লাটুনের উদ্যোগে উদযাপিত হলো বিক্রমপুর পিঠা উৎসব বাড়ি দেখিয়ে দেওয়ার কথা বলে সপ্তম শ্রেণির ছাত্রকে আপহরণঃগাড়ি সহ আটক ৫ রাজাপুরে তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার  এক্সপ্রেসওয়েতে বাস থামিয়ে ২ জনকে হ্যান্ডকাফ পরিয়ে তুলে নেওয়ার অভিযোগ