
জাতীয়
শ্রীনগরে নারীর নগ্ন ভিডিও ধারনের পর ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ঃ২ যুবক গ্রেপ্তার
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ৯ মে, ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ | 1019 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগরে কৌশলে এক নারীর গোসলের সময় ভিডিও ধারণ করার পর ব্ল্যাকমেইল করে অর্থ আদায় ও শারীরীক সম্পর্ক স্থাপনে চাপ প্রয়োগের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিন হাঁসাড়া গ্রামের বাবুল শিকদারের ছেলে আরমান শিকদার(২২) ও নাসির শেখের ছেলে মোঃ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত ২৭ এপ্রিল রাত সাড়ে সাতটার দিকে ২৮ বছর বয়সের ওই নারী তাদের বাড়ির পাকা গোসলখানায় গোসল করার সময় অভিযুক্তরা ভেল্টিলেটর দিয়ে ভিডিও ধারণ করে। পরদিন বিকালে একটি অপরিচিত হোয়াটসএ্যাপ নাম্বার থেকে ওই নারীর হোয়াটসএ্যাপে ভিডিও ও স্ক্রিনশর্ট প্রেরণ করে ভিডিও ডিলিটের জন্য এক লাখ টাকা দাবী করে। মান সন্মানের কথা চিন্তা করে ওই নারী দুটি বিকাশ নাম্বারে দশ হাজার টাকা প্রদান করে। এতে দুই যুবক আরো টাকা দাবী সহ শারীরীক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতে থাকে। উপায় না দেখে ওই নারী শ্রীনগর থানা পুলিশের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি পর্নোগ্রাফি আইনে মামলা হিসাবে রেকর্ড করে। শুক্রবার দুপুরে হাঁসাড়া এলাকা থেকে পুলিশ আরমান ও ইসমাইলকে গ্রেপ্তার করে।
স্থানীয়রা জানায়, আরমান এর আগে ২০২২ সালে পর্নোগ্রাফি আইনের মামলায়ও ৬ মাস জেল খেটেছে। অপরদিকে ইসলাইল এসকে নামের ইমো ও জারা আক্তার নামে হোয়াটসএ্যাপের ফেক আইডি খুলে নানা অপকর্ম করে আসছিল।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহম্মদ জানান, ওই নারীর দায়ের করা মামলায় দুই জনকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য