জাতীয়
শ্রীনগরের তপন ঘোষের ঝুলন্ত লাশ আখাউড়ার সিমান্ত থেকে উদ্ধার
আরিফ হোসেন
মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ | 1392 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকার সিমান্ত আবসিক হোটেলের একটি কক্ষ থেকে শ্রীনগরের তপন ঘোষের(৪৫)ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।তপন ঘোষ শ্রীনগর উপজেলার কবুতরখোলা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের পুত্র।
তপন ঘোষ পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন।যাত্রাবাড়ী এলাকায় বিক্রমপুর ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার নামে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত রবিবার তার মেয়েকে ওয়ারী এলাকায় স্কুলে পৌছে দিয়ে আর বাসায় ফেরেননি।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইদন মিয়ার মালিকানাধীন স্থলবন্দর এলাকায় সীমান্ত আবাসিক হোটেলে গত ১৭ নভেম্বর রবিবার একটি রুম ভাড়া নেন তপন। মঙ্গলবার সকালে হোটেলের ম্যানেজার কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তপনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) ছবির উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার রফিক মিয়াকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। ইতোমধ্যে নিহতের পরিবারকে আমরা খবর দিয়েছি, তারা লাশ নেওয়ার জন্য আখাউড়ার উদ্দেশে রওনা দিয়েছেন।
মন্তব্য