জাতীয়
শ্রীনগরে বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যুঃঘাতক বাসটি ভাঙ্গা থেকে আটক
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ | 290 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাসের ধাক্কায় এক বাইক চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম মো. ইমন ইবন তালিব (২২)। সে পাবনা জেলার রুপপুর এলাকার স্কুল পাড়ার মো. মোতালেবের পুত্র। শনিবার রাত পৌণে ৭ টার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রযুক্তির সহায়তায় ঘাতক বাসটিকে ভাঙ্গা এলাকা থেকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে (ঢাকা মেট্রো হ-২০৩৬৬৬) সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাইক চালক মারা যায়। ঘটনার পর অজ্ঞাত বাসটি দ্রæত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, লাশটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, ঘাতক বাসটি ভাঙ্গা এলাকায় আটক করা হয়েছে। বাসটি আনার ব্যবস্থা করছি। লাশটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য