জাতীয়
শ্রীনগরে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ণ | 604 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেঁজগাও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানাগেছে, বুধবার বিকালে রেল লাইনে ঘুরতে গিয়ে স্থানীয়রা অজ্ঞাত যুবকের দ্বিখন্ডিত লাশটি দেখতে পায়। তারা জানায়, এ্যাশ রংয়ের ফুলহাতা টিশার্ট ও জলপাই রংয়ের মোবাইল প্যান্ট পরিহিত অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। কোমড় থেকে দ্বিখন্ডিত লাশটি দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে ফোন দেয়। রেলওয়ে পুলিশ ফোন না ধরায় শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার গোলাম সারোয়ার বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য