অপরাধনামা
সিরাজদিখানে শিশুকে হত্যার পর পানিতে ডুবে মারা গেছে বলে প্রচারঃ সৎমায়ের যাবজ্জীবন কারাদন্ড
শ্রীনগর পোস্ট ডেস্ক
মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ণ | 308 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৮ বছরের শিশু মোঃ ইয়াছিনকে শ্বাসরোধ করে হত্যা করার পর বাড়ির পাশের ডোবায় ফেলে দেয় সৎমা। পরে তিনিই প্রচার করেনে ইয়াছিন পানিতে ডুবে মারা গেছে। এই ঘটনায় ইয়াছিনের বাবা আরিফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
আজ মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এই মামলায় সৎমাকে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণার করেন। বিষয়টি নিশ্চিত করে ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ হাসান সারোয়ারদি বলেন, মামলার আসামীকে ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড ২০১ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় সাজাপ্রাপ্ত আসামীকে পুলিশ পাহারায় কারাগার হতে আদালতে হাজির করা হয়।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, নিহত শিশুর বাবা আরিফ হোসেন হীরা একজন সেনাবাহিনীর সিভিল সদস্য। সে সিরাজদিখান উপজেলার রাজদিয়া গ্রামের মোঃ হাবিবুল্লাহ শিকদার এর ছেলে। তার প্রথম স্ত্রীর রিতা আক্তারের সাথে বনিবানা না হওয়ায় সে তার স্ত্রীকে তালাক দিয়ে ঘাতক সুমাইয়া আক্তারকে (২৫) দ্বিতীয় বিবাহ করে। সেনাবাহিনীতে চাকরি করায় আরিফ হোসেন হীরার আগের ঘরের সন্তান মোঃ. ইয়াছিন (৮) তার সৎ মা ঘাতক সুমাইয়া আক্তার ও দাদীর সাথে সিরাজদিখান উপজেলার রাজদিয়ায় গ্রামের বাড়িতে থাকতো।
২০১৭ সালের ১১ জুন সকাল সাড়ে দশটার দিকে আরিফ হোসেনের মা জীবন নেছা মোবাইল ফোনে তাকে জানায় তার ছেলে ইয়াসিন বাড়ির পাশে পানিতে পড়ে মারা গেছে । পরে খবর পেয়ে সে বাড়িতে এসে তার ছেলে মৃতদেহ ওই দিন সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে তার স্ত্রীর আচার-আচরণে তার সন্দেহ হলে সে তার স্ত্রী মোসাম্মৎ সুমাইয়া আক্তারকে কৌশলে জিজ্ঞাসাবাদ করলে তার স্ত্রী ঘাতক সুমাইয়া স্বীকার করে গত ১১ জুন ২০১৭ ইং তারিখ সকাল অনুমান পৌনে ৯ টার দিকে তার বসত ঘরে খাটের উপরে ভিকটিম ইয়াসিন তাকে বিরক্ত করায় সে ইয়াসিনকে মুখে ও গালায় চেপে শ্বাস রোধ করে হত্যা করে পরে বাড়ির পূর্ব পাশের পানি ভর্তি ডোবায় ফেলে দেয়। পরে এই ঘটনায় বাবা মোঃ আরিফ হোসেন হীরা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন সিরাজদিখান থানার মামলা নাম্বার ১৮(৬)২০১৭ ।
আদালত ওই মামলায় ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এ ব্যাপারে ওই আদালতের রাষ্ট্রপক্ষের এপিপি সিরাজুল ইসলাম পল্টু বলেন, আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ সহ জরিমানার আদেশ দিয়েছে আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।
মন্তব্য