
জাতীয়
শ্রীনগরে বেড়াতে এসে ভ্যান চাপায় শিশুর মৃত্যুঃ থানায় চালকের আত্নসমর্পণ
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ | 1057 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ মায়ের সাথে টংগিবাড়ী থেকে শ্রীনগর উপজেলার পাড়াগাওয়ে আত্নীয়ের বাসায় বেড়াতে এসেছিল শিশু তারকিব(৫)। মা শ্রীনগর উপজেলার পাড়াগাওয়ে আত্নীয়ের বাসার কাছাকাছি এসে অটোরিক্সার ভাড়া দিচ্ছেলেন। এসময় শিশু তারকিব রাস্তার উল্টো পাশে যাওয়ার জন্য দৌড় দেয়। সাথে সাথে সে ভোজ্য তেল বোঝাই একটি চলন্ত ভ্যানের নীচে পরে যায়। স্থানীয়রা তারকিবকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়রা ভ্যান চালক মারুফ শেখ(২০) তার সহকারীকে ঘটনাস্থলে মারধর করে। এসময় সহকারীকে স্থানীয়রা আটক করে রাখলেও চালক মারুফ সেখান থেকে চলে আসতে সক্ষম হয়। কিন্তু শিশু তারকিবের মৃত্যুর খবর শুনে অনুশোচনা থেকে ভ্যান চালক মারুফ সেচ্ছায় শ্রীনগর থানায় এসে আত্নসমর্পণ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
বুধবার দুপুর তিনটার দিকে বেজগাও-তন্তর সড়কের পাড়াগাও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তারকিব টংগিবাড়ী উপজেলার কাইচাইল গ্রামের আক্তার হোসেনের পুত্র।সে তার মায়ের খালু পাড়াগাও গ্রামের রাজা শেখের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।
ভ্যান চালক মারুফ বাড়ৈগাও গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের পুত্র। সে শ্রীনগরে স্টারশিপ কোম্পানীর ডিলারের পন্য পরিবহনের চাকুরী করে।
বুধবার সন্ধ্যায় ভ্যান চালক মারুফ কান্না জড়িত কন্ঠে জানায়, শিশুটি দৌড় দিয়ে এসে ভ্যানের নিচে পরে যায়। ভ্যানটি দ্রুত থামিয়েও ওকে বাচাতে পারলাম না। আমার ভ্যানের নিচে একটা প্রাণ শেষ হয়ে গেল তা কোন ভাবেই মানতে পারছি না। এই অনুশোচনা থেকেই আমি সেচ্ছায় থানায় এসেছি।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান,ভ্যান চালক সেচ্ছায় থানায় এসে অত্ন সমর্পণ করে। আটক সহকারীকে পুলিশ ঘটনা স্থল থেকে উদ্ধার করে। এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য