
জাতীয়
শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের মাঠ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ | 27 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগরে পাইলট স্কুল এন্ড কলেজের মাঠ নিয়ে সৃষ্ট জটিলতা উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে নিরসন হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে মাঠে দেয়াল নির্মাণে বাধা প্রদানকারী পক্ষ ও পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক বৃন্দের উপস্থিতিতে বিষয়টি সুরাহা হয়। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবীব, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ প্রমুখ।
জানাগেছে, দুই দিন আগে শ্রীনগরে পাইলট স্কুল এন্ড কলেজ মাঠের পশ্চিম পাশে পুরাতন দেয়াল পুনর্নিমার্ণের কাজ শুরু করে কলেজ কতৃপক্ষ। এসময় ওই এলাকার মোঃ কাউসার ও আমীর আলী মৃধা দেয়াল নির্মাণে বাধা প্রদান করে। পরে মোঃ কাউসার মঙ্গলবার রাতে সেখানে মাটি ফেলে। বুধবার সকালে মাটি দেখে পাইলট স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীরা মাঠে উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করে। এসময় শিক্ষকদের সাথে বাধা প্রদানকারীরা খারাপ আচরণ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে শ্রীনগর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সেখানে উপস্থিত শান্ত করে। দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারে কক্ষে দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়। এসময় মোঃ কাউসার ও আমীর আলী মৃধা তাদের ভুল স্বীকার করে কাজে সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন।
শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন বলেন,ভুল বুঝাবুঝি হয়েছিল। উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে তা শেষ হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন বলেন, দুই পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে উদ্ভুত পরিস্থিতি সমাধান হয়েছে।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য