
শ্রীনগর
শ্রীনগরে ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ | 225 বার পড়া হয়েছে



স্টাফ রিপোর্টার : শ্রীনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে ৫ শতাধিক শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পুর্ব মুন্সীয়া গ্রামে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার এর পক্ষ থেকে এসব শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় গোলাম সারোয়ার কবীরের একমাত্র পুত্র সাম্য উপস্থিত থেকে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, কুকুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুবায়ের আল বাকী হিলারী, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. তাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম মিন্টু, মো. নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ, আনজাম মাসুদ লিটন, আরশাদ হাওলাদার, মো. তপন শেখ, মো. স্বপন, মহিলা ইউপি সদস্য জাকিয়া সুলতানা রুজি, রেখা বেগম ও যুবলীগ নেতা সালাউদ্দিন মোড়ল, ইমরান হোসেন মানিক, ছাত্রলীগ নেতা মো. ইভান সিকদারসহ অনেকে।




শ্রীনগর থেকে আরও পড়ুন



শ্রীনগর সর্বাধিক পঠিত

মন্তব্য