শ্রীনগর
শ্রীনগরের হাঁসাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের এজলাস উদ্বোধন
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ | 199 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের এজলাস উদ্বোধন করা হয়েছে। এসময় ইউনিয়ন পরিষদ চত্তরে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার বেলা ১১ টার দিকে হাঁসাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত গ্রাম আদালত এজলাসের উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। এসময় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ আলম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল তায়েবীর, হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিনসহ ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য