জাতীয়
মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ | 17 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাটের মোংলায় “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই মূল প্রতিপাদ্যকে ধারণ করে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় মোংলা সরকারি মহিলা কলেজ সভাকক্ষে এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প। প্রকল্পটি যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (PFG)-এর অ্যাম্বাসেডর রেবেকা সুলতানা এবং সঞ্চালনা করেন MIPS প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিএফজি সদস্য লক্ষ্মীরানী মন্ডল, অসরু তেজারা হালদার, মনজা বেগম, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG)-এর সহ-সমন্বয়কারী সুস্মিতা মন্ডল, কলেজ শিক্ষার্থী টুম্পা গুপ্তা, মারিয়ান মন্ডল মিমি, জান্নাত বৃষ্টি, মনিষা মজুমদার, স্থানীয় নারী উদ্যোক্তা আফরোজা হীরাসহ এলাকাবাসী নারী নেত্রীরা।
সভায় অংশগ্রহণকারীরা নারী নেতৃত্ব, সামাজিক সম্প্রীতি, শান্তি প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, সমাজে শান্তি ও সৌহার্দ্য স্থাপনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন করা হয়। এতে পিএফজি অ্যাম্বাসেডর রেবেকা সুলতানাকে সমন্বয়কারী এবং ওয়াইপিএজি সহ সম্বয়কারী সুম্মিতা মন্ডল-কে সহ-সমন্বয়কারী নির্বাচিত করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, নবগঠিত এই প্ল্যাটফর্ম স্থানীয় পর্যায়ে নারীদের সম্পৃক্ত করে সহিংসতা প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতীয় থেকে আরও পড়ুন
জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য