জাতীয়
শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ | 1598 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ শ্রীরগরে মো. ইয়াছিন (১৮) নামে এক অটোচালককে কিলঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইয়াসিন উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের আরধীপাড়া নাপিত বাড়ি এলাকার ইউসুফ আলীর ছেলে। গত বুধবার সকালে নাপিত বাড়ি দয়হাটায় ইয়াসিনকে মারধর করা হয়। পরে আহত ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ইয়াসিন মারা যায়। এ ঘটনায় শ্রীনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোহাগসহ ৩ জনকে পুলিশ আটক করেছে। নিহতের পরিবার যুবদল নেতা হৃদয় মোড়লকে প্রধান আসামী করে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেছে। হৃদয় মোড়ল ইতালী প্রবাসী। অপর একটি সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর সে সেচ্ছাসেবক দলের পদ প্রার্থী হিসাবে শোডাউন দিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে নাপিত বাড়ি এলাকায় দিলরুবা ইয়াসমিন নামে এক নারীর সাথে অটোরিক্সা নিয়ে কথা কাটাকাটি হয় ইয়াসিনের। এনিয়ে আশপাশের লোকজন এসে ইয়াসিনকে কথা কাটাকাটির এক পর্যায় মারধর করে। পরে স্থানীয় মেম্বাররা এসে বিষয়টি মিমাংসার জন্য সময় দেন। এদিন ইয়াসিন আসুস্থ হয়ে পড়লে পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মিডফোর্ট হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ইয়াসিন মারা যায়। তবে এলাকার কেউ কেউ বলার চেষ্টা করছেন, নারী সংঘটিত ওই ঘটনায় ইয়াসিন আত্মহত্যার জন্য কিছু খেয়ে অসুস্থ হয়ে মারা যায়। এদিন ইয়াসিনের লাশ এলাকায় আনা হলে নিহতের মা, বাবাসহ পরিবারের সকলে কান্নায় ভেঙ্গে পড়েন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তর আইনের আওতায় আনার দাবী করেছেন এলাকাবাসী। নিহত ইয়াসিনের পিতা ইউসুফ আলীর দাবী গণধোলাইয়ের কারণেই তার ছেলে অসুস্থ হয়ে মারা যায়। এ ঘটনার সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান বলেন, এই ঘটনায় হত্যা মামলা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে ।
জাতীয় থেকে আরও পড়ুন
জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য