
জাতীয়
রাজাপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
শ্রীনগর পোস্ট ডেস্ক
রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪০ অপরাহ্ণ | 132 বার পড়া হয়েছে



নিজস্ব প্রতিবেদকঃআজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রোজ রবিবার ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় রয়েল ক্যাফে হলরুমে সকাল ১১টায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। পিএফজি সদস্য ও রাজাপুর মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার আবদুল জলিল সিকদার এর সভাপতিত্বে এবং পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংগঠন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জবেদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজাপুর জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, যুবদলের যুগ্ম আহবায়ক আসাদ্দুজামান পনির, সাংবাদিক নেয়ামুল আহসান হিরণ, সাংবাদিক আবু সায়েম আকন, সাংবাদিক মঈনুল হক লিপু, জেলা যুবদল যুগ্ম আহবায়ক তরিকুল ইসণাম, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক নিত্যানন্দ সাহা, ইসলামী আন্দোলন রাজাপুর শাখার সাধারণ সম্পাদক রুম্মান গাজী, পিএফজি সদস্য মোসা: ছালমা বেগম, সংবাদিক আলমগীর শরীফ, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রাজাপুর পুরোহিত কমিটির সভাপতি কঞ্জন কান্তি চক্রবর্তী এবং মওলানা আবু হানিফ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির। সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার মত প্রকাশ করনে। রাজাপুর উপজেলায় আন্ত:ধর্মীয় সংলাপ, আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন সহ রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে রাজাপুর উপজেলার সকল জনগণকে সাথে নিয়ে আগামীতে কাজ করার কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি হাতে নেওয়া হয়।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য