জাতীয়
শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ | 507 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ১২ বছরের সাজাপ্রাপ্ত ও ৮টি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী আলামিন(৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আলামিন বোরকা পরে পালিয়ে যাওয়ার সময় গত বুধবার শ্রীনগর সাব রেজিস্ট্রি অফিসের সামনে থেকে শ্রীনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আলামিন উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাও গ্রামের খবির মোল্লার ছেলে। আলামিন শ্রীনগর সাব রেজিস্ট্রি অফিসের পাশে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে শ্রীনগর থানার এসআই মাইনুল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আলামিন বোরকা পরে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
আলামিন একাধিক মাদক মামলার ফেরারি আসামী । তার নামে ১২ বছরের একটি সাজা এবং এক বছরের একটি সাজা, ৬ টি লাল কালির জিআরসহ সর্বমোট মামলার ওয়ারেন্টের ছিল।
আলামিন দীর্ঘদিন ধরে নিজেকে আত্মগোপন করে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ছদ্মবেশ ধারণ করে পালিয়ে ছিল। শ্রীনগর থানার চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কৌশল অবলম্বন করে তথ্যপ্রযুক্তির সহায়তায় বোরখা পরিহিত অবস্থায় তাকে গ্রেপ্তার করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া জানান, আসামী আলামিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জাতীয় থেকে আরও পড়ুন
জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য