
জাতীয়
এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
শ্রীনগর পোস্ট ডেস্ক
রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১০:০৭ অপরাহ্ণ | 273 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ও এর আরোহী আহত হয়েছে। রবিবার রাত সাড়ে সাতটার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া থেকে ঢাকা মুখী সওদাগর কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান (ঢাকা উ ১২-৩৭১৭) দ্রুত গতিতে এসে একটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক বিষ্ণু সরকার (৩৮) ও মোটরসাইকেলের আরোহী বাসু মন্ডল(৩৫) গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করনে। ঢাকা নেওয়ার পথে বিষ্ণু সরকার মৃত্যু বরণ করেন। সে শ্রীনগর বাজারে স্বর্ণালংকার তৈরির কাজ করতো। বিষ্ণু সরকার হরপাড়া গ্রামের হরিপদ সরকারের পুত্র। আহত বসু মন্ডল একই গ্রামের বাসিন্দা। তার বাবার নাম কৃষ্ণ মন্ডল।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে হাঁসাড়া এলাকা থেকে কাভার্ড ভ্যানটিকে আটক করে।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, কাভার্ড ভ্যানটি আটক রয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আহতদেরকে হাসপাতালে নিয়ে যায়।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য