জাতীয়
শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ | 75 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একই ছাতার নীচে আসার আহবান জানিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ। শুক্রবার বিকালে দিবসটি উপলক্ষে শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এই আহবান জানান।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাতেন খান শামীম,সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন,শ্রীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল সহ বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল ও উপজেলার ১৪ টি ইউনিয়নের নেতৃবৃন্দ।পরে শ্রীনগর স্টেডিয়াম থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শ্রীনগর রেল স্টেশনে এসে শেষ হয়।
জাতীয় থেকে আরও পড়ুন
জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য