জাতীয়

শ্রীনগরে মামলা করতে থানায় এসে দেখেন ডাকাতির সময় ব্যবহৃত গাড়ি,অতঃপর….

শ্রীনগর পোস্ট ডেস্ক

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১২:২০ পূর্বাহ্ণ | 1758 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পরিচয়ে ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় শ্রীনগর থানায় মামলা করতে এসে দেখেন ডাকাতির সময় ব্যবহৃত গাড়ি থানায়। জানতে পারেন গাড়িটির মালিক রয়েছে পুলিশ হেফাজতে।পরে গাড়ির মালিককে ডিবি পরিচয়ে ডাকাত সনাক্ত করে শ্রীনগর থানায় ডাকাতির মামলা করা হয়। ২ জুন সোমবার সকালে শ্রীনগর থানা পুলিশ সেই ডাকাতকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
জানাগেছে,শরিয়তপুরের জাজিরার মনির হোসেন তার ভাই বাবুল বেপারী, ভাগনে ইমরান মোড়ল,ভাতিজা নয়ন মাদবর কে নিয়ে গত ২ মে দুপুরে পুরান ঢাকার তাঁতী বাজারের স্বর্ণ পট্টির নক্ষত্র টাওয়ারের সুমন মিয়ার দোকান আসেন। সেখানে প্রবাস থেকে পাঠানো চল্লিশ লাখ টাকা নিয়ে তারা পায়ে হেটে বাবুবাজার ব্রিজে এসে শরিয়তপুরগামী বসুমতি বাসে উঠেন। বিকাল প্রায় তিনটার দিকে বাসটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় আসলে একটি সিলভার রংয়ের হায়েস গাড়ি বাসটিকে ব্যারিকেট দিয়ে থামায়। এসময় ডিবি পুলিশের কটি পরা ৪/৫ জন বাসে উঠে ডিবি পরিচয়ে বাবুল বেপারী ও নয়ন মিয়াকে হ্যান্ডকাপ পরিয়ে হায়েস গাড়িতে তুলে নেয়। পরে তাদের কাছ থেকে দুটি স্কুল ব্যাগে রক্ষিত পচিশ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন সেট কেড়ে নেয়। বিভিন্ন স্থানে ঘুরিয়ে প্রায় এক ঘন্টা পরে বাবুল বেপারী ও নয়নকে ছেড়ে দেয়।
গত ২৯ মে ডিবি পরিচয়ে ডাকাতি করার সময় মাদারীপুরের শিবচর থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এমন ভিডিও দেখে বাবুল বেপারী ও নয়ন শিবচর থানায় ছুটে আসেন এবং তাদের সাথে ঘটে যাওয়া ডাকাতির ঘটনাটি পুলিশকে জানান।

এসময় শিবচর থানা পুলিশ তাদেরকে শ্রীনগর থানায় মামলা করার পরামর্শ দেন। শিবচর থানা পুলিশের পরামর্শে গত রবিবার সকালে বাবুল বেপারী,মনির হোসেন,ইমরান ও নয়ন শ্রীনগর থানায় মামলা করতে আসেন। এসময় শ্রীনগর থানা চত্তরে ছিনতাইয়ের সময় ব্যবহৃত সিলভার রংয়ের হায়েস গাড়ী (ঢাকা মেট্রো চ-১২-৮৯৩৭) দেখে তারা চিনে ফেলেন। পুলিশের কাছে গাড়িটির বিষয়ে তারা জানতে চান।

শ্রীনগর থানা পুলিশ জানায়,গাড়িটির মালিক মোঃ জুয়েল বিশ্বাস(৩৯)। সে অন্য একটি মামলার আসামী হিসাবে শ্রীনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এসময় বাবুল বেপারী ও নয়ন তাকে চিনে ফেলেন। তারা জানান, জুয়েল বিশ^াস ডিবি পরিচয়ে ডাকাত দলের সদস্য। সে বাস থেকে বাবুল বেপারী ও নয়নকে তুলে নেওয়ার সময় ডিবির কটি পরেছিল ।

এই ঘটনায় মনির হোসেন বাদী হয়ে শ্রীনগর থানায় ডাকাতি মামলা দায়ের করেন। পুলিশ এই মামলায় জুয়েলকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করে।
গ্রেপ্তারকৃত জুয়েল বিশ^াসের বাড়ি ফরিদপুরের মধুখালির বাঘাট পশ্চিমপাড়া গ্রামে। তার বাবার নাম মোঃ জাকির হোসেন বিশ্বাস।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমদ জানান, জুয়েল বিশ^াস শ্রীনগর থানায় অন্য একটি মামলায় গাড়ি সহ আটক ছিল। পরে রবিবার সকালে শরিয়তপুর থেকে লোকজন এসে তাকে ডিবি পরিচয়ে ডাকাত হিসাবে সনাক্ত করে মামলা দায়ের করে। জুয়েলকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা শ্রীনগরে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারাঃ৬ টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। শ্রীনগরে চাঁদাবাজি মামলা করায় প্রবাসীর স্ত্রীকে দেখে নেওয়ার হুমিক মোংলায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে নৌকা চোর সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনঃ ট্রলারে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ শ্রীনগরের কুকুটিয়ায় হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ মাদ্রাসার ৬ তলার ছাদে জবাই হচ্ছিল মানতের গরুঃ বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার