জাতীয়
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা মেয়ে নিহতঃ৭ মাসের পুত্র সন্তান নিয়ে অসহায় স্ত্রী
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ণ | 1489 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া স্কুল গেটে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, এক্সপ্রেসওয়ের ঢাকা থেকে মাওয়াগামী লেনে টিভিএস কোম্পানীর মোটরসাইকেল (ঢাকা মেট্রো হ ১২-৮৬৩৪) কে পেছন দিক থেকে অজ্ঞাতনামা একটি গাড়ী ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কামাল হোসেন(৩১) ও তার মেয়ে মাহিরা মাহি (১০) ঘটনাস্থলে নিহত হয়। তাদের বাড়ি বরিশালের বাবুগঞ্জের রমজান কাঠি এলাকায়। কামাল হোসেনের ৭ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। স্বামী ও মেয়েকে হারিয়ে পাগল প্রায় কামাল হোসেনের স্ত্রী মোবাইল ফোনে স্বজনদের সাথে বলছিলেন,আমি এই শিশু ছেলেটাকে নিয়ে কোথায় দাড়াবো।
হাঁসাড়া হাইওয়ে থানায় লাশ নিতে এসে কামাল হোসেনের স্বজনরা জানান, কামাল হোসেন একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরি করতো। সে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকার ডেমরায় ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন আগে তার স্ত্রী ও পুত্র সন্তান বরিশাল চলে যায়। আজ মেয়েকে নিয়ে তিনিও গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে ঘাতক গাড়ি তাদের প্রাণ কেড়ে নেয়।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, লাশ দুটি ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়েছে। পলাতক গাড়িটিকে সনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য