ঢাকা, মঙ্গলবার, ১৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জাতীয়

শ্রীনগরের কৃতি সন্তান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি. চৌধুরীর আজ জন্মদিন

শ্রীনগর পোস্ট ডেস্ক

বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৪:২৯ অপরাহ্ণ | 214 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বিকল্পধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর আজ (বুধবার) ৯৩ তম জন্মদিন। বর্ণাঢ্য জীবনের অধিকারী বি. চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরের প্রখ্যাত মুন্সেফ বাড়ি “তার নানাবাড়িতে” জন্ম গ্রহণ করেন।

সাবেক এই রাষ্ট্রপতির ৯৩তম জন্মদিন পালন উপলক্ষে বিকল্পধারা বাংলাদেশ বি. চৌধুরীর বারিধারার বাসভবন ‘মায়া-বি’-তে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামের চৌধুরী বাড়ির সন্তান। তার বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহ-সভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন।

বি. চৌধুরী একজন কৃতি ছাত্র। ১৯৪৭ সালে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাস করেন। তিনি ১৯৫৪-৫৫ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। সব পরীক্ষাতেই তিনি মেধা তালিকায় ছিলেন।

বি.চৌধুরী যুক্তরাজ্যের তিনটি রয়েল কলেজ অব ফিজিশিয়ানস্ লন্ডন, এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিত ফেলো-এফ.আর.সি.পি এবং বাংলাদেশের (সম্মানিত) এফ.সি.পি.এস। তিনি রোগ বিজ্ঞানে দেশের একজন শীর্ষস্থানীয় অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগ বিজ্ঞান বিষয়ে টিভি অনুষ্ঠানের রেকর্ডঅর্জনকারী উপস্থাপক। সফল পার্লামেন্টেরিয়ান বি. চৌধুরী জাতিসংঘে তিন বার বক্তৃতা দেন। তিনি স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এবং বহু গ্রন্থের প্রণেতা।

বি. চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের অনুরোধে ১৯৭৮ সালে রাজনীতি শুরু করেন। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ১৯৭৯ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং কেবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন। ১৯৯৬ সালে তিনি সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০১ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী এবং ২০০১ সালের ১৪ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন।

বি. চৌধুরী ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

তার সহধর্মীনির নাম হাসিনা ওয়ার্দা চৌধুরী। অধ্যাপক চৌধুরী দুই মেয়ে এবং এক ছেলের জনক। তার বড় মেয়ে মুনা চৌধুরী একজন ব্যারিস্টার। ছোট মেয়ে শায়লা চৌধুরী  চিকিৎসক এবং ঢাকার উত্তরা মহিলা মেডিক্যাল কলেজে অধ্যাপনা করেন। একমাত্র ছেলে মাহী. বি. চৌধুরী রাজনীতিবিদ, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং মিডিয়া ব্যক্তিত্ব।

 

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
আদর্শ ডিগ্রি কলেজে বিজয় দিবস উদযাপন শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন শ্রীনগরে যুবলীগ নেতার ফিলিং স্টেশনের ট্যাংক থেকে শিশু জুনায়েদের লাশ উদ্ধার মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সদরঘাট যুব ব্যবসায়ী কল্যান পরিষদের মিলন মেলায় মুখরিত পয়শা উচ্চ বিদ্যালয় বাগেরহাট সদর পিএফজি’র  সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্রীনগরে দুর্বৃত্তদের চিনে ফেলায় অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ রাজাপুর পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্রীনগরে টাকার লোভে সিঙ্গাপুর প্রবাসী রমজানকে অপহরণের পর হত্যা করা হয় শ্রীনগরে মধ্য হাঁসাড়া স্কুলের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান এক্সপ্রেসওয়েতে সাহেদাকে গুলি করে হত্যাকারী তার প্রেমিক অস্ত্র সহ গ্রেপ্তার শ্রীনগরের এক্সপ্রেসওয়ে থেকে এক অজ্ঞাতনামা ভবঘুরে নারীর লাশ উদ্ধার শ্রীনগরে বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যুঃঘাতক বাসটি ভাঙ্গা থেকে আটক শ্রীনগরে রমজান মুন্সী হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা শ্রীনগরে নিখোঁজের ৩ দিন পর সিংগাপুর প্রবাসীর হাত-পা বাধা ভাসমান লাশ উদ্ধার শরণখোলায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে মীর সরফত আলী সপু’র লিফলেট বিতরণ শ্রীনগরে বিএনপির বিক্ষোভের মুখে পুলিশী পাহাড়ায় সভা ছেড়ে গেল ইউপি চেয়ারম্যানরা মোংলায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু মোড়েলগঞ্জ পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্রীনগরের তপন ঘোষের ঝুলন্ত লাশ আখাউড়ার সিমান্ত থেকে উদ্ধার শ্রীনগরে ১৮ পিস ইয়াবা সহ যুবদলের যুগ্ন আহবায়ক ও তার সহযোগী আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রীনগরে র‌্যালি,পথ সভা শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটির সদস্য হলেন আওলাদ হোসেন উজ্জল নিখোঁজ মাকে ফিরে পেতে ছেলের আকুতি কাদিয়ানীদেরকে রাষ্টীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে-খতমে নবুওয়াত সংরক্ষন কমিটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে পুলিশ পরিচয়ে ডাকাতিঃ গ্রেপ্তার ৬ শ্রীনগরে  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন