রাজনীতি
শ্রীনগরে জিয়াউর রহমানের শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির দুই গ্রুপের আলাদা কর্মসূচী
শ্রীনগর পোস্ট ডেস্ক
মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৭:৪০ অপরাহ্ণ | 450 বার পড়া হয়েছে
আরিফ হোসেন: শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির দুই গ্রুপ পৃথক কর্মসূচী পালন করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কোলাপাড়া এলাকায় আলহাজ মমিন আলীর বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মমিন আলী, সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা বিএনপি নেতা রাহাদুল ইসলাম ভূঁইয়া রিপন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ সেলিম হোসেন খান, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান, বিএনপি নেতা মুনসুর আলী মাঝি, মতিউর রহমান মতিন, হাজী এনায়েত হোসেন মৃধা, আবুল হোসেন তালুকদার, দিদারুল ইসলাম অভি, আরমান হোসেন লিমন প্রমুখ।
অপরদিকে মঙ্গলবার বিকালে শ্রীনগর-দোহার বাইপাস সড়কের পাশে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খানের বাড়িতে পাটাভোগ ইউনিয়ন বিএনপির আয়োজনে শ্রীনগর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল ইসলাম মৃধা, সদস্য সচিব মো. হাফিজুল ইসলাম খান, উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
মন্তব্য