
জাতীয়
আশরাফুল হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আকরাম মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ | 324 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার বাঘড়ার অটোচালক আশরাফুল হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী আকরাম মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব ১০ এর ভাগ্যকুল ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকাল সোয়া তিনটার দিকে পাশ্ববর্তী দোহার উপজেলার মেঘুলা বাজার সংলগ্ন ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আকরাম মোল্লা (২৮) মধ্য বাঘড়া এলাকার সুরত আলী মোল্লার পুত্র।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় র্যাব ১০ ভাগ্যকুল ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর আশরাফুল ইসলাম প্রতিদিনের মতো সন্ধ্যা ৬টার দিকে অটোরিকশা নিয়ে বাঘড়ার বাসা থেকে বের হয়।
পরে রাত ৮ টার দিকে নিহতের বাবা মো. রফিকুল ইসলামের কাছে খবর আসে তার ছেলে আশরাফুলকে উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশরাফুলকে গলা কেটে ফেলে যাওয়ার পর সে একটি মোবাইল নম্বর লিখে দেয়। আশরাফুলের বাবা রফিকুল ইসলাম লৌহজং থানায় হত্যা মামলা দায়ের করে। মোবাইল ফোন নম্বরের সূত্রধরে একে-একে নয় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী আকরাম জামিনে বের হয়ে এসে পলাতক ছিল।
দীর্ঘ তিন বছরের অধিক সময় সার্বিক বিচার কার্য শেষে আদালত ২০২৪ সালের ২৪ জানুয়ারি মামলার আসামী রুবেল ইসলাম নয়ন, মোহাম্মদ রাজেল, আকরাম মোল্লা ও হাসান শেখকে মৃত্যুদন্ড প্রদান করে। এ ছাড়া এই মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেন তোফাজ্জল ও সবুজ শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন। অপরদিকে তিন আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
হত্যাকান্ডের শিকার আশরাফুলের পারিবারিক সূত্র জানায়, রফিকুল ইসলামের তিন ছেলের মধ্যে আশরাফুল ছিল সবার বড়। হত্যার শিকার হওয়ার কয়েকদিন আগে সে বিয়ে করেছিল।
র্যাব জানায়, মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী আকরাম মোল্লাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য