
জাতীয়
আড়িয়ল বিলে কৃষকদের সাথে দুই উপদেষ্টার মতবিনিময়
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ | 153 বার পড়া হয়েছে



আরিফ হোসেন: আড়িয়ল বিলে কৃষকদের সাথে মতবিনিময় করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রনালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুর আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়ল বিলের কৃষকদের সাথে মতবিনিময় শেষে তারা বিলের ধানকাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেন।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষকদের সুবিধার্থে খাল খনন ও সবজি সংরক্ষনের জন্য দুটি হিমাগার স্থাপন করার আশ্বাস দেন।এসময় তিনি আড়িয়ল বিলের কৃষি জমির মাটি কাটা বন্ধের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। শিল্প উপদেষ্টা বলেন. মুন্সীগঞ্জের উন্নয়নের জন্য কিছু প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্পগুলো নিয়েও আমরা আলোচনা করছি, এটা কি করা যায়। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। সেই বরাদ্দে যেন যথাযথভাবে কাজ হয়।
এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব জনাব মোঃ নজরুল ইসলাম, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমদ, জেলা কৃষি উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত, শ্রীনগর উপজেলার কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ সহ প্রমুখ।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য