
জাতীয়
শ্রীনগরে মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির মানববন্ধন
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ | 119 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগরে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার বিকাল ৪টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বলেন,৫ অগষ্ট থেকে দলটির নেতা কর্মীরা শ্রীনগর থানা সহ গুরত্বপূর্ণ স্থাপনা,ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ পাহাড়া দিয়েছে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা জুরে ছুটে বেরিয়েছে। কিন্তু গত ১০ জানুয়ারী থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার অপবাদ দিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।যা অনভিপ্রেত। সচ্ছতা প্রমানে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক। যারা থানায় ছিলেন না বা অন্যকোন কাজের জন্য গিয়েছেন তাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে। ষড়যন্ত্র এখনো চলছে বলে নেতা কর্মীরা মন্তব্য করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা,সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক মোড়ল,শহিদুল ইসলাম কাড়াল,শফিউল আলম আজম,মোঃ দিদার,মুজিবুর রহমান,মোঃ ইদ্রিস,স্বাধীন মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি,যুবদল নেতা মোতাহার,রাজু আহমেদ,আবুল হোসেন সাগর,তানভীর হাসান প্রমুখ




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য