জাতীয়
আদর্শ ডিগ্রি কলেজে বিজয় দিবস উদযাপন
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ | 77 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরের আদর্শ ডিগ্রি কলেজে বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটির ছাত্রীদের জন্য ব্যাটমিন্টন ও ছাত্রদের জন্য ভলিবল প্রতিযোগীতার আয়োজন করা হয়। খহ্রা-চুড়াইন এলাকায় অবস্থিত কলেজটির ছাত্র-ছাত্রীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে বিজয় দিবসের এই প্রতিযোগীতা প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ হয়ে উঠে।
প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন কলেজ গভর্নিং বডির সম্মানিত বিদ্যোৎসাহী সদস্য ও চলচিত্র আমদানী রপ্তানি কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও দাতা সদস্য গাজী শফিউদ্দিন আহম্মেদ। অধ্যক্ষ মো: আজিজুল ইসলাম সম্মানিত সদস্যদ্বয়ের সাথে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।
কলেজ গভর্নিং বডির সম্মানিত বিদ্যোৎসাহী সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ১৯৭১ সালে বীর শহীদদের রক্ত ও মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই ১৬ ডিসেম্বর বিজয়। দিনটিকে আমরা অদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক,ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতিবছর উদযাপন করবো।
মন্তব্য