জাতীয়
শ্রীনগরে যুবলীগ নেতার ফিলিং স্টেশনের ট্যাংক থেকে শিশু জুনায়েদের লাশ উদ্ধার
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ণ | 11 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে ফিলিং স্টেশনের পরিত্যাক্ত ট্যাংক থেকে শিশু জুনায়েদের (১০) লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। রবিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার হাঁসাড়া ফিলিং স্টেশনের ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে রাত ৭টার দিকে স্থানীয়রা ট্যাংকে লাশটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিস কাজ শুরু করার আধা ঘন্টা পরে ট্যাংকের গ্যাস বিস্ফোরণ ঘটে। এসময় অগ্নি দগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের প্রায় ৫ জন কর্মী আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একারণে উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয়।
স্থানীয়রা জানায়, হাঁসাড়া উইনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদ নাসিমের মালিকানাধীন ফিলিং স্টেশনটি প্রায় ১ মাস ধরে বন্ধ ছিল। এটি পুনরায় চালু করার জন্য ট্যাংক পরিস্কারের কাজ চলছিল। কিন্তু কি করানে এর মুখ খোলা রাখা হয়েছিল তা কেউ বরতে পারছে না। সেখানে আলমপুরের রাহাত (১২), হাঁসাড়ার জুনায়েদ(১০) সহ আরো এক শিশু সেখানে কাজ করতো । জুনায়েদের লাশ উদ্ধার করা হলেও বাকী দুজনকেও পাওয়া যাচ্ছে না।
মৃত জুনায়েতে ৪ ভাইয়ের মধ্যে সবার ছোট। সে হাঁসাড়া নয়াপাড়া এলাকার নুরু শেখের পুত্র।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা থেকে ডুবরি দল এনে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। ট্যাংকিতে শুধু জুনায়েদের লাশই পাওয়া গেছে।
মন্তব্য