
অপরাধনামা
শ্রীনগরে ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছরিকাঘাতে স্কুল ছাত্র নিহত
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ | 1510 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগরে ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ কারায় ছরিকাঘাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারগাও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এই ঘটনা ঘটে।নিহত স্কুল ছাত্র নিরব হোসেন(১৬)লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নিরবের পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়,গত বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালে বাঘড়া ইউনিয়নের মাগডাল এলাকার অরেফিনের নেতৃত্বে কয়েকজন বখাটে স্কুলের ছাত্রীদের উত্যক্ত করতে থাকে। নিরব ও কাজী অহিদুল এসময় উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের সাথে তাদের বাক বিতন্ডা ও হাতাহাতি হয়। পরে বখাটেরা দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এর জের ধরে আজ বিকাল সাড়ে ৪টার দিকে কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে প্রায় একশ গজ পশ্চিমে কামারগাও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে এসে বখাটে আরেফিন সহ কয়েকজন মিলে নিরবকে ছুরিকাঘাত করে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। স্থানীয়রা নিরবকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় নিরবের বন্ধু কাজী অহিদুল ঘটনাস্থল থেকে পালিয়ে রক্ষা পান।
নিরব চাদপুরের মৃত দেলোয়ার হোসেনের পুত্র। বাবার মৃত্যুর পর নিরবের মা তার ২ সন্তানকে নিয়ে বাবার বাড়ী কামারগাওয়ে চলে আসেন। নিরব কামারগাও কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার পর লৌহজংয়ে তার খালার বাড়িতে চলে যায় এবং গত বছর লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে ফেল করে। এই বছর কামারগাও মামার বাড়ীতে থেকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ আবদুল্লাহ বলেন, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ওই কিশোরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই সে মারা যায়। নিহতের বুকে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কামারগাও কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মনোয়ার হেসেন বলেন, আরেফিন কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। বৃহস্পতিবারের স্কুলের খেলার সময় আরেফিন গং এসে ঝামেলা করে। পরে আমি তা মিমাংসা করে দেই। বৃহস্পতিবারের ঘটনার জেরে আর তারা নীরবকে তারা হত্যা করেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে। মামলার প্রক্রিয়া চলছে।




অপরাধনামা থেকে আরও পড়ুন



অপরাধনামা সর্বাধিক পঠিত

মন্তব্য