অপরাধনামা
শ্রীনগরে র্যাবের অভিযানে জেলি মিশ্রিত প্রায় ৫শ কেজি চিংড়ি মাছ জব্দঃ আটক ১
শ্রীনগর পোস্ট ডেস্ক
মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১১:০৯ অপরাহ্ণ | 424 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে জেলি মিশ্রিত ১৪টি কার্টনে প্রায় ৫শ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে র্যাব। এসময় বাসের সুপারভাইজার জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
জানাগেছে, র্যাব ১০ গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে ছেড়ে আসা জি.এস ট্রাভেলসের চট্টগ্রামের রায়েন্দাগামী একটি যাত্রীবাহী বাসে মঙ্গলবার সন্ধ্যার পরে (ঢাকা মেট্রো ব ১৫-৫৩৮৮) অভিযান চালায়। র্যাব বাসের ভেতর থেকে ককশিটের ১৬টি কার্টন ভর্তি চিংড়ি মাছ জব্দ করে। এসময় বাসের সুপার ভাইজার জাহাঙ্গীর আলম ও ২ কার্টন চিংড়ির মালিক সিরাজুল ইসলামকে আটক করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাইদ এর ভ্রাম্যমান আদালত। আদালত যাচাই বাছাই করে সিরাজুল ইসলামের মাছে কোন জেলি না পাওয়ায় তাকে মাছ সহ ছেড়ে দেন এবং বাসের সুপার ভাইজার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেন।
রাত ১১ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শ্রীনগর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য