জাতীয়
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ | 201 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান)দলীয় সিদ্ধান্তে প্রদান করা মনোনয়নের বিরুদ্ধে প্রদিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলীর নেতৃত্বে শ্রীনগর ডাকবাংলো থেকে প্রতিবাদ মিছিল নিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি ফ্লাইওভারের নীচে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় দলীয় নেতাকর্মীরা মনোনয়ন দেওয়া প্রার্থীকে মানি না মানব না ¯েøাগান দিতে শুরু করে। পরে দুপুর একটার দিকে তারা পুনরায় ডাকবাংলো এলাকায় ফিরে আসলে তাদের সাথে যোগ দেয় বিএনপির স্থায়ী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু । এসময় তারা মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবী জানান।
গত ৩ নভেম্বর বিএনপি মুন্সীগঞ্জ-১ আসনে তাদের দলীয় প্রার্থী হিসাবে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহর নাম ঘোষণা করে।
বিক্ষোভ সভায় সরফত আলী সপু বলেন, বিগত দিনে অন্দোলন সগ্রামে যার কোন ভূমিকা নাই,কোন মামলা নাই। যে অন্দোলন সগ্রামের সময় বাহিরে পালিয়ে ছিল এরকম কোন সে যদি আমিও হই তা প্রত্যাখান করা উচিৎ। দল অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন করবে। জনগন যা বলে দিবে তাই হবে। দলীয় সিদ্ধান্তই চুড়ান্ত। দল তা বিবেচনা করবে।
আলহাজ মমিন আলী বলেন, খসরা ভাবে মনোনয়ন প্রকাশ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন। তখন দল চুড়ান্ত মনোনয়ন ঘোষণা করবে।এ সময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন সাংবাদিকদের বলেন, নেতাকর্মীদের ক্ষোভ থাকতেই পারে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন ও আওলাদ হোসেন,সাবেক সদস্য সচিব আলী আনছার মোল্লা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল,তাজুল ইসলাম,জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন সহ শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ।
জাতীয় থেকে আরও পড়ুন
জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য