জাতীয়
শ্রীনগরে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ১০:০০ অপরাহ্ণ | 151 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের লাশ উদ্ধার। শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার দোগাছি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ত্রিশ বছর বয়সের পুরুষ লোকটি দুই দিন আগে এই এলাকায় আসে। শীর্ণ দেহের লোকটি দোগাছি এলাকায় বালুর মাঠে অবস্থান করছিল। শনিবার বিকালে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। দোগাছি মেডিকেল সার্ভিসের কেয়ারটেকার রনি ফরাজি বলেন, এক লোক ঘাস কাটতে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখে স্থানীয়দের জানায়। লোকটিকে দুইদিন ধরে এই এলাকায় দেখা যাচ্ছিল।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তিনি ভবঘুরে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য