জাতীয়
বাগেরহাট সদর পিস ফ্যসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৪ উদযাপন
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:৩১ অপরাহ্ণ | 107 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ০২ অক্টোবর ২০২৪ তারিখ রোজ বুধবার সকাল ১১.০০ টায় দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসাবে বাগেরহাট প্রেস ক্লাব চত্বরে বাগেরহাট সদর পিস ফ্যসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিএফজির কো-অর্ডিনেটর ও সুজন বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক এস.কে.এ হাসিব এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন: সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম বুলু, কৃষক দলের বাগেরহাট জেলার সভাপতি আসাফুদ্দৌলা জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি এ্যম্বাসেডর মোহব্বত হোসেন, বাগেরহাট জেলার মহিলা দলের সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা, সাংবাদিক ও সুজন বাগেরহাট জেলার সহ-সভাপতি রব মোল্লা, সাংবাদিক সাকির হোসেন,, বাগেরহাট জেলা শাখার ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল তরফদার (নেওয়াজ), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনর সদস্য মাইনিন ইসলাম অমি, আব্দুল্লাহ আল ফাহিম এবং সুজন বাগেরহাট জেলার সভাপতি শরিফুল ইসলাম খান্ড়ু সহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী পুরুষ।
বক্তারা বলেন আন্তর্জাতিক অহিংস দিবসের স্লোগানকে সামনে রেখে সকল প্রকার হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি এবং রাজনৈতিক সম্প্রীতি বাজায় রাখাবো। বক্তারা আরো বলেন দেশটা আমাদের সকলের তাই এদেশে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে। মানববন্ধনে সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা তথা বিশ্ব মানবতা শান্তির স্বপক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।
মন্তব্য