জাতীয়
শ্রীনগরে রেল লাইন থেকে আটপাড়া ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতির লাশ উদ্ধার
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ৮ মে, ২০২৪, ১১:০২ অপরাহ্ণ | 166 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে রেল লাইন থেকে আটপাড়া ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের সভাপতি সিয়ামের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেঁজগাও রেল স্টেশনের উত্তর পাশ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
সিয়ামের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে মোবাইলফোনে কথা বলতে বলতে সে বেঁজগাওয়ের বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে তার দেহ দুই রেল লাইনের মাঝখানে পড়ে আছে এমন সংবাদ পেয়ে পরিবারের লোকজন ছুটে আসে। এসময় সিয়ামকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিয়ামের পায়ে কাটা জখম ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সিয়াম উপজেলার দেওপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। পরিবারের সাথে সে বেঁজগাও এলাকায় বাসবাস করতো। শ্রীনগর বাজারে তার ব্যবসা ছিল।
মাওয়া রেলওয়ে পুলিশের এসআই মোকলেছুর রহমান বলেন,পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই বুধবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য