জাতীয়
শ্রীনগরে রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ | 120 বার পড়া হয়েছে
আরিফ হোসেন: শ্রীনগরে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর’ (RSB) এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আরএসবি’র উপদেষ্টা মামুন আহমেদের সার্বিক সহযোগীতায় শীতবস্ত্র উপহার কার্যক্রমের আওতায় প্রায় আড়াই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুরের সভাপতি মো. মুহিত ইসলাম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক সিনথিয়া আক্তার, প্রিয়ন্তী আক্তার সহ সংগঠনটির অন্যান্য সদস্য বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‘রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর’ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে মানব সেবায় কাজ করে আসছে। এরই মধ্যে স্বেচ্ছসেবী সংগঠনের সদস্যরা অসুস্থ রোগীদের বিনামূল্যে রক্ত দানের মধ্যে দিয়ে সুনাম অর্জন করছে। এদিন প্রচন্ড শীতে গরীব অসহায় শীতার্ত মানুষগুলো হাতে কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেছেন।
মন্তব্য