জাতীয়
শ্রীনগরে যুবলীগের সভায় উপজেলা চেয়ারম্যান পদে কিসমত উল্লাহকে সমর্থন
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ণ | 1163 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: শ্রীনগর উপজেলা চেয়ারম্যান পদে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমতকে সমর্থন দিয়েছে উপজেলা যুবলীগ। শনিবার সকালে উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুনের বাসায় অনুষ্ঠিত এক সভায় এই ঘোষণা দেওয়া হয়। এসময় এম মাহবুব উল্লাহ কিসমত সেখানে উপস্থিত ছিলেন।
শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপদি ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাজী নেছারউল্লাহ্ সুজন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য সোহেল রাজ, মো. মামুন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা সভায় তাদের মতামত তুলে ধরেন। এম মাহবুব উল্লাহ্ কিসমতের সমর্থনে যুবলীগের নেতাকর্মীরা শ্লোগান দেন।
মন্তব্য