জাতীয়
শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট
শ্রীনগর পোস্ট ডেস্ক
মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ | 1057 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে এক সৌদি অরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সোমবার রাত ৩টার দিকে উপজেলার উত্তর বালুসার এলাকার সৌদি প্রবাসী মিলন জঙ্গীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল এসময় ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। পুলিশ এই ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহে ওই বাড়িতে কাজ করতে আসা দুই রাজ মিস্ত্রিকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাত ৩টার দিকে একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই এলাকার নুরু জঙ্গীর ছেলে মিলন জঙ্গীর বিল্ডিংয়ে গ্রিল কেটে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে। কালো মাস্ক পরিহিত ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনকে মারধর করে। এসময় তারা আলমারি ভেঙ্গে ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে।
এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই রাজমিস্ত্রিকে আটক করেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান বলেন, দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।
জাতীয় থেকে আরও পড়ুন
জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য