জাতীয়
শ্রীনগরে বিজয় দিবসে সাউন্ডবক্স্র বাজানোকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা নারী সহ ৫ জনকে মারধর
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ণ | 40 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে বিজয় দিবসে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে বিরোধের জের ধরে কুকুটিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।এসময় হামলাকারীরা নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী সহ ৫ জনকে মারধর করে।শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে,গত ১৬ ডিসেম্বর কুকুটিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আঃ বারেক শেখের ভাতিজা মেহেদী হাসান(১৮) সুরদিয়া খেলার মাঠে বিজয় দিবস উপলক্ষ্যে সাউন্ড বক্স বাজাচ্ছিল। এসময় একই গ্রামের আব্দুল কাদের (কুট্টির) ছেলে নাজমুল সাউন্ডবক্স বাজাতে নিষেধ করে।এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।এঘটনার সূত্র ধরে একই এলাকার রাজন শেখ(৪২),উজ্জল শেখ(৩৫),রুবেল শেখ (৩৫),টিটু(৩০),নাজমুল(২৮),জাহিদ(২৪),জসিম(৩২),মেহেদী হাসান রিয়াজ(৩২) সহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন মিলে কুকুটিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি সুরদিয়া গ্রামের আঃ বারেক শেখের বাড়িতে হামলা চালায়।এসময় আঃ বারেক শেখল স্ত্রী দিলরুবা বেগম(৪৫),ছেলে নাহিদ শেখ (১৬),মেয়ে প্রিয়া আক্তার(১৮),প্রবাসী জাহাঙ্গীর মৃধার নয় মাসের অন্তঃসত্ত¡া স্ত্রী নাজমা বেগম ও তার ছেলে মেহেদী হাসানকে মারধর করে।তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কুকুটিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আঃ বারেক শেখ জানান, হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তারা পরিকল্পিত ভাবে আমার বাড়িতে হামলা করেছে।
কুকুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু বলেন, হাতাহাতির ঘটনা ঘটেছে। স্থানীয়দের উপস্থিতিতে দুই পক্ষই ঘটনাটি সালিশ মিমাংসায় সমাধানের বিষয়ে একমত হয়েছিল। পরবর্তীকে একপক্ষ থানায় অভিযোগ করেছে বলে শুনেছি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, আঃ বারেক শেখের লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য