ঢাকা, রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতীয়

শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার

শ্রীনগর পোস্ট ডেস্ক

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২২ অপরাহ্ণ | 2811 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের সামনের এলাকায় অভিযান চালিয়ে গত রবিবার রাতে(৭ সেপ্টেম্বর) ৩টি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড এ্যামোনিশন (গুলি) সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। চার জনের মধ্যে গোলামা মাওলা কায়েস শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অভিযানে তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

গত সোমবার (৮ সেপ্টেম্বর) র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উত্তরা, বনানী, মোহাম্মদপুর, বনশ্রী, তেজগাঁও, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং সাধারণ মানুষের ওপর সশস্ত্র হামলার ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আধিপত্য বিস্তার দ্বন্দ্বের জেরে সশস্ত্র ব্যক্তিরা জনবহুল সড়ক, বাজার কিংবা আবাসিক এলাকায় নির্বিচারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করছে। এসব অপরাধ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গোয়েন্দা ও অভিযানিক দল অভিযান পরিচালনা করে আসছে। পাশাপাশি বিশেষ চেকপোস্ট পরিচালনা করে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় রোববার রাতে উত্তরা ডিএমপি, ঢাকার খিলক্ষেত থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে ফুটওভার ব্রিজের নিচে ঢাকা রিজেন্সি হোটেল এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মো. গোলাম মাওলা কায়েস (৫৭), মো. নাসিম রেজা (৩০), মো. আবুল কালাম আজাদ (৪০), মো. পিয়ার হোসেনকে (৪২) গ্রেপ্ততার করা হয়।

এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস তল্লাশি করে ১টি পিস্তল (দেশী আগ্নেয়াস্ত্র), ১টি ম্যাগাজিন, ১১ রাউন্ড এ্যামুনেশন (গুলি), ২টি ওয়ান শ্যুটারগান (দেশী আগ্নেয়াস্ত্র), ২টি কার্তুজ, ১টি মাইক্রোবাস, ১টি চাবি, ৪টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড, নগদ-৪২০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ  করা হয়।

গ্রেপ্তারকৃত গোলাম মাওলা কায়েস শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তার বাড়ি ওই ইউনিয়নের দক্ষিন কোলাপাড়া গ্রামে।

গোলাম মাওলা কায়েসের গ্রেপ্তারের বিষয়ে কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেনের কাছে জানার জন্য ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সূত্রঃ জাগো নিউজ,দৈনিক যুগান্তর,আজকের পত্রিকা

 

 

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা শ্রীনগরে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারাঃ৬ টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। শ্রীনগরে চাঁদাবাজি মামলা করায় প্রবাসীর স্ত্রীকে দেখে নেওয়ার হুমিক মোংলায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে নৌকা চোর সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনঃ ট্রলারে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ শ্রীনগরের কুকুটিয়ায় হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ মাদ্রাসার ৬ তলার ছাদে জবাই হচ্ছিল মানতের গরুঃ বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার শ্রীনগরে কার্টুনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু