
জাতীয়
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নারীসহ নিহত ৩
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ণ | 53 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নারী সহ ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ঘোলঘর যাত্রী ছাউনির কাছে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, ঢাকা মুখী কালো রংয়ের একটি প্রাইভেটকার ( চট্ট মেট্রো গ ১১-৯৭৫৫) দ্রুত গতির কারনে উল্টে গিয়ে দুমরে মুচরে যায়। এসময় ঘটনা স্থলে আরমান (২৫) ও তানজিল (২৪) নামে দুজন মারা যায়। আহত রাইসা (২০) ও রবিন (২০) কে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রাইসা মারা যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ধারনা করা হচ্ছে দ্রুত গতির কারনে প্রাইভেটকারটি উল্টে গিয়ে কয়েকটি পল্টি খায়। এতে ঘটনা স্থলে দুজন মারা যায়। বাকী দুজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরেকজন মারা যায়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত রাইসা ও আহত রবিন ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা। অপর নিহত আরমান ও তানজিলের পরিচয় জানা যায়নি।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য